নীলফামারী’র কৃতি সন্তান সাগর রেইন অভিনীত হৃদয়স্পর্শী মায়ের গান “মাগো তোমায়”। মদিনার বুলবুলি খ্যাত দাউদ আনাম এর কন্ঠে। জনপ্রিয় গজল নামাজ এর নির্মাতা শাহিদ ইম্তুর পরিচালনায় আসছে…।
তরুণ অভিনেতা সাগর রেইন বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। করোনা কালেও থেমে নেই তার কাজ। এবার দর্শকদের মন রাঙাতে “মাগো তোমায়” ইসলামি গানে দেখা যাবে তরুণ এই স্বপ্নবাজকে। তরুণ এই অভিনেতা এরি মধ্যে মানুষের অন্তরে যায়গা করে নিয়েছে।
নিজের অভিনয়ের ওপর আস্থা কতটুকু ছিল? এমন প্রশ্নে সাগর রেইন বলেন। পরিচালকের প্রতি নির্ভর হয়েই কাজটি শুরু করি। আমি ভেবেছি, যেহেতু পরিচালক আমার ওপর আস্থা রেখে গানটিতে আমাকে নিয়েছেন, সুতরাং সেই আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান রেখেই আমি ভালোভাবে কাজটি করার চেষ্টা করে গেছি।
সামনের দিনে দর্শকদের কোন নাটক উপহার দিতে চান এমন প্রশ্নে তিনি বলেন, এখন সারা বিশ্বেই একটা খারাপ সময় যাচ্ছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। করোনাভাইরাসের কারণে নাটকের কাজ করা তেমন একটা হয়নি। তবে সামনের দিনে দর্শকদের ভালো কিছু উপহার দিব ইনশআল্লাহ।
গানটি দেখতে ক্লিক করুন https://www.youtube.com/c/DawdAnamOfficial
ভিন্নবার্তা/এসআর