রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কর্মচারী ফারুক মারা গেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিস্ফোরণের ওই ঘটনায় সাতজন দগ্ধ হন।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টায় তিনি মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটি সূত্রে জানা যায়, ফারুক এইচডিইউতে ভর্তি ছিলেন। তার শরীরের ৫৬ শতাংশ বার্ন ছিল। এ ঘটনায় আরো তিনজন ভর্তি। তাদের অবস্থাও বেশি ভালো না।
অপর দগ্ধরা হলেন- দোকান মালিক আব্দুল আলিম (৫০), কর্মচারী সাইদুর (৩৩), ও ওই দোকানের মালামাল দিতে আসা আমির হোসেন (২৭)। এছাড়া ভাঙারি দোকানটির পাশের দোহার ওয়ার্কশপের আরও তিনজন দগ্ধ হন। তারা হলেন -কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ঢাকা উদ্যানের ঘটনায় ফারুক নামে একজন মারা গেছেন। তার ৫৬ শতাংশ বার্ন ছিল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ