তুমি বললে,,
বৃষ্টি তোমার ভালো লাগে,
সেইদিন থেকে আমারও বৃষ্টি ভালো লাগতে শুরু হলো।
তারপর থেকে ইচ্ছে করে বৃষ্টিতে কাক ভেজা ভিজেছি।
জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি ঝরে পড়া দেখেছি।
বৃষ্টি ছুঁয়ে তোমাকে ছুঁয়েছি।
তুমি বললে,,
আমার হাসি তোমার ভালো লাগে,
সেই থেকে কারণে-অকারণে হেসেছি।
কাঁন্না লুকিয়েও হেসেছি।
তুমি বললে,,
লাল রং আমাকে খুব মানায়।
তখন থেকে লাল রংটা আমারও প্রিয় রং হলো।
মন না চাইলেও ঠোঁট দুটোতে লাল করে লিভষ্টিক পরেছি।
তুমি বললে,,
আমার ভ্রমর কালো চুলের প্রেমে পরতে তোমার বড় সাধ।
তারপর থেকে চুল বাঁধতে ভুলে গেছি।
খোলা চুলে ফুল গুঁজে তোমার আশে পাশে থেকেছি।
আমার ইচ্ছে গুলো তোমার ইচ্ছেতে বদলে দিয়েছি।
শুধু তোমার ভালো লাগার জন্য।
তোমাকে পাওয়ার আনন্দে নিজেকে হারিয়েছি প্রতিক্ষণ।
তোমাকে পাওয়ার আনন্দে নিজেকে পুড়ে শুদ্ধ করেছি বারবার।
কিন্তু,,
কিন্তু ধীরে ধীরে তোমার ভালোলাগা বদলাতে শুরু হলো।
তুমি বদলে গেলে অন্য কারো ভালো লাগাতে।
বদলে নিলে তোমার মন।।
আমি পিছু ফিরে দেখি!!
আমার ভালোলাগা গুলো অনেক দূরে ফেলে এসেছি।
আমি আজও তোমার পুরোনো ভালো লাগাতেই মিশে আছি।