প্রথমে ব্যাট করে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। সেই রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে প্রতিরোধ গড়ে ফেলেছিল আইরিশরা। কিন্তু বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দেখাদেখি পর পর দুই ওভারে জোড়া উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেন পেসার এবাদত হোসেন। এবার তাসকিন আহমেদের জোড়া আঘাতে জয়ের পথে বেশ এগিয়ে গেল টাইগাররা।
ভিন্নবার্তা ডটকম/এন