ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিন নারীসহ ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই ১২ জনের মৃত্যু হয়।
তারা প্রত্যেকেই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে এক জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
মৃত ব্যক্তিরা হলেন- কাজী জহিরুল (৬৭) রাজধানীর বনশ্রীর, ফজলুর রহমান, পাতাকাটার বরগুনা, ফেলান (৬০) কেরানীগঞ্জ, রাশিদা (৫৫) ডেমরা, জোবেদা (২৫) টঙ্গী, আব্দুল মালেক (৬০) ঢাকা, শহিদুল (৫৫) পিরোজপুর, আবু সাইদ (৫২) নারায়ণগঞ্জ, মোতালেব (৫০) চকবাজার, হাসিবুর রহমান (৫৫) ঢাকা, ফুলবানু (৬৩) কেরাণীগঞ্জ এবং মমতাজ (৬০) রাজধানীর উত্তরারা বাসিন্দা।