সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে স্বাস্থ্যবিধি না মানায় ও স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় অভিযান পরিচালনা করে সোয়া লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (৭ এপ্রিল) সিটি করপোরেশনের ১১টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) পাশাপাশি করপোরেশনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব অভিযান পরিচালনা করেন।
স্বাস্থ্যবিধি না মানা এবং কিছু স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় প্রায় সোয়া লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা স্বাস্থ্যবিধি মানাসহ সরকার ঘোষিত লকডাউনে আরোপিত শর্তাবলি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করেন।
একই সঙ্গে সিটি করপোরেশনের সেসব অঞ্চলগুলোতে অনুমোদনবিহীন ভাবে খোলা রাখা প্রায় শতাধিক দোকান বন্ধ করে দেওয়া হয়। এসব মিলিয়ে এদিন অভিযানে ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় ও আড়াই শতাধিক অননুমোদিত দোকান বন্ধ করে দেওয়া হয়।
ভিন্নবার্তা/এমএসআই