রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় মো. বাবু (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, কুড়িল বিশ্বরোড এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ রাতে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছে জানতে পেরেছি কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার বালুরচর গ্রামের মৃত মফিজুল হকের ছেলে। গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকতেন।
ভিন্নবার্তা/এমএসআই