নীলফামারীর ডোমার উপজেলায় বাঁশ কারিগরদের আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ রুরাল ইমপ্রুফমেন্ট ফাউন্ডেশন (ব্রিফ)।
ব্রিফ’র নির্বাহী পরিচালক শাহ আহসান হাবিবের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, ব্রিফ’র ক্লাস্টার ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার দেবাশীষ ঘোষ, আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্রের সিনিয়র রিসোর্স অফিসার আনিছুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। কর্মশালাটিতে সরকারী কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও বাঁশ কারিগরসহ অর্ধশত মানুষ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এসআর