ডোমার(নীলফামারী): নীলফামারীর ডোমারে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মাসাতের অভিযোগ এনে এক ইউনিয়ন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার(১ অক্টোবর) দুপুরে উপজেলার জামির বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী জামির বাড়ী এলাকার ছপিয়ার রহমানের ছেলে আল আমিন বলেন,গত ২০১৯ সালে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে চাকুরী দেওয়ার কথা বলে জামির বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালিন পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ৭লক্ষ টাকা নেন।এবং চাকুরীতে যোগদানের পর আবারো ২লক্ষ টাকা দেওয়ার মৌখিক চুক্তি করেন।কিন্তু সেই সময়ে নিয়োগটি বন্ধ হয়ে যায়। চাকুরী না হওয়ায় আল আমিন রহমান টাকা ফেরৎ চাইলে রফিকুল ইসলাম টাকা ফেরৎ দিতে টালবাহনা করেন। পরবর্তীতে ২০২৪ সালে সরকার পরিবর্তন হলে রফিকুল ইসলাম দুই দফায় লোক মারফৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেরৎ দেন। এবং অবশিষ্ট টাকা ফেরৎ দিতে অস্বীকার করেন বলে দাবী করেন আল আমিন রহমান।আল আমির রহমানের বাবা ছপিয়ার রহমান টাকা ফেরৎ ও টাকা আত্মসাতকারী রফিকুল ইসলামের বিচার দাবী করেন।
এব্যাপারে রফিকুল ইসলাম টাক নেওয়ার বিষয়টি স্বীকার করে বাংলাদেশ বুলেটিন এর প্রতিনিধিকে জানান, দেড় লক্ষা টাকা ফেরৎ দেওয়া হয়েছে।বিষয়টি আল আমিনের পরিবারের সাথে বসে সুররাহা করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন