ডিমলায় প্রত্যাশা নাইট ব্যাটমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
জয়নাল আবেদীন হিরো, নীলফামারী

নীলফামারী ডিমলায় খগারহাট প্রত্যাশা কিন্ডার গার্টেন একাডেমি উদ্যোগে প্রত্যাশা নাইট ব্যাটমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচে রংছোয়া বনাম সেভেন স্টার অনুষ্ঠিত হয়।
গতকাল রাত ৯ টা হতে ১১ টা পর্যন্ত। সারোয়ার জাহান সোহাগ এর পরিচালনায় ও রবিউল আলম ভেন্ডার এর সভাপতিত্বে, মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, প্রধান পৃষ্ঠপোষক খগা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, আমন্ত্রিত অতিথি- ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ, তদন্ত (ওসি) সোহেল রানা।
অন্যান্যদের মধ্যে ছিলেন- অত্র প্রতিষ্ঠানের অধ্যক- নজরুল ইসলাম, খগা খড়িবাড়ী ইউনিয়নের আও.লীগের সাঃ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সাবেক সভাপতি হামিদুল ইসলাম, ইউ.পি সদস্য- আবুল কালাম আজাদ, জুয়েল হোসেন রব্বু, সাবেক ইউ.পি সদস্য- নুরল ইসলাম, খগা খড়িবাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাক্কারুল হক পেলব, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ রানা সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলাটিতে এলাকার বহুলোকজনের উপস্থিতিতে উৎসমুখর পরিবেশে রংছোয়া, ডিমলা বিজয়ী হয়ে একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরষ্কৃত হন। ইউ.এনও সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- এভাবে গ্রামগঞ্জে খেলার আয়োজন করলে যুবকরা মাদকের মরণ ছোবল হইতে বিমুখ হতে পারে।
ভিন্নবার্তা/এমএসআই