বৈশ্বিক করোনা মহামারির কারণে সকল পেশা ও কর্মের মানুষদের সচ্ছল রাখতে প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল তারই ধারাবাহিকতায় আজ সোমবার ৭ সেপ্টেম্বর/২০ নীলফামারীর ডিমলা উপজেলার নন–এমপিও শিক্ষক কর্মচারীদের প্রণোদনার চেক হস্তান্তর করা হয়।
ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের আফতাব উদ্দিন মিলনায়তনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় এর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নন-এমপিও ৫১৮ জন কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারীদের অনুকূলে অনুদানের চেক বিতরণ করেন নীলফামারী-১ (ডিমলা-ডোমার) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনারুল হক সরকার মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হালিম, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হাসিম হায়দার অপু প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, ডিমলা উপজেলায় ৫১৮ জন শিক্ষক কর্মচারীকে অনুদানের চেক প্রদান করা হয়। এদের মধ্যে কারিগরি, মাদরাসা ও ইবতেদায়ী শিক্ষক ৪৫১ জন। যাহারা প্রত্যেকে ৫ হাজার টাকার চেক এবং ৬৭ জন কর্মচারী যারা প্রত্যেকে ২ হাজার ৫শত টাকার চেক গ্রহণ করেন
ভিন্নবার্তা/এসআর