প্রায় দুই মাস আগে রাজশাহীর বাঘা উপজেলার গাওপাড়া এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে ডিবি পুলিশ পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সোহেল রহমান (২৮)। পরে ভুয়া কাবিননামায় বিয়ের মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সোহেল। পরে ভুক্তভোগী ছাত্রী জানতে পারেন সোহেল ডিবি পুলিশ নয় গ্রাম পুলিশ।
গতকাল সোমবার তার বিরুদ্ধে থানায় প্রতারণার মাধ্যমে ধর্ষণের অভিযোগ দাখিল করেন ওই ছাত্রী। এরপর গতকালই সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহেল উপজেলার ১নং বাজুবাঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) জোতরাঘব এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং ওই ইউপি’র গ্রাম পুলিশ।
এ বিষয়ে ছাত্রীর এক আত্মীয় বলেন, ‘নিজের প্রকৃত পরিচয় গোপন করে ভুয়া বিয়ের মাধ্যমে ধর্ষণ করেছে প্রতারক সোহেল। আমরা তার কঠোর শাস্তি চাই।’
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নজরুল ইসলাম বলেন, ‘এক কলেজছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে ও আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
ভিন্নবার্তা ডটকম/এসএস