সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান মোহাম্মদ সেলিম ও তার দুই সহযোগীকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের পর তাদের ধানমন্ডি থানা থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তাদের বিরুদ্ধ নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলাটি তদন্ত করছে ডিবি।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডের প্রথম দিন বুধবার রাতে এ তিন জনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করে ধানমন্ডি থানা পুলিশ।
এর আগে গতকাল বুধবার রাতে মামলার তদন্তভার ডিবির কাছে ন্যস্ত করা হয়।
আজ দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তায় একটি মাইক্রোবাসে করে ইরফান সেলিম, তার সহযোগী জাহিদুল ইসলাম ও সিদ্দিককে নিয়ে মিন্টু রোডের উদ্দেশে রওনা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ