ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহযোগী (হেলপার) নিহত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের চৌধুরীহাট বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আনোয়ার হোসেন আনু (৫০), তিনি পঞ্চগড়ের জগদল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, রাজশাহী থেকে পঞ্চগড়মুখী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই চালকের ওই সহকারীর মৃত্যু হয়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএম/শিরোনাম বিডি