নাটোরে ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকালে গোরস্থান চন্দ্রকলা আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাটোর সদর উপজেলার মন্ডল রুয়ের ভাগ গ্রামের ওমেদ আলী মণ্ডলের ছেলে মুকুল আলী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে মাকে নিয়ে মুকুল বাড়ি ফিরছিল। পথে ডাকমারা গোরস্থান–চন্দ্রকলা আঞ্চলিক সড়কে ইট বোঝাই ট্রলি পিছন থেকে এসে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মুকুল আলী মন্ডল নিহত হয়। অপরদিকে আহত মাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান ওমর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ