1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
সেমিফাইনাল খেলায়

টাইব্রেকারে লালমনিহাট’কে হারিয়ে ফাইনালে রংপুর

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ১০:৫১ pm

৮জেলার নারী ফুটবল দল নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্ণামেণ্ট এর প্রথম সেমিফাইনাল খেলায় টাইব্রেকারে লালমনিহাট দলকে ৩-৪ গোলে পরাজিত করে ফাইনাল খেলা নিশ্চিত করলো রংপুর নারী দল।
বৃহষ্পতিবার(৭ডিসেম্বর)নীলফামারী জেলার ডোমার ফুটবল একাডেমি’র আয়োজনে ও ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের পৃষ্ঠপোষকতায় বিকাল ৩টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্ট এর সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহন করেন লালমনিহাট জেলা নারী ফুটবল দল বনাম রংপুর নারী ফুটবল দল।
খেলার শুরু থেকেই মাঠে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষের গোলবারে উভয় দলেই একটি করে গোল করেন। ১-১ গোলে বিরতিতে যায় খেলায় অংশ গ্রহনকারী দুই দল।
বিরতি’র পর শুরু হয় আবারো লড়াই। কিন্তু সময় পেড়িয়ে গেলেও গোল করতে পারেনি উভয় দল। শেষে পরিচালকের নিদের্শনায় টাইব্রেকারে ৫টি বলের সুট করার সিদ্ধান্তে আসে উভয় দলের কোচ। টাইব্রেকারে লালমনিহাট প্রথম বল সুট করেন। তাদের ৫টি বলের ২টি বল রুখে দেয় রংপুর দলের গোলরক্ষক। তাদের ঝুড়িতে সংগ্রহ হয় ৩গোল। রংপুর দলের ৪বল লালমনিহাট দলের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে যায় বল। তাদের সংগ্রহ হয় ৪বলে ৪গোল। লালমনিহাট নারী দল-৩ গোল ও রংপুর নারী দল-৪ গোলে বিজয়ী হয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে।
আগামী ১০ডিসেম্বর রবিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্ট এর দ্বিতীয় সেমিফাইনাল নওগাঁ বনাম গাইবান্ধা জেলা নারী দলের খেলাটি অনুষ্ঠিত হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




মাসিক আর্কাইভ