টঙ্গীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুর প্রতিবেদক

টঙ্গীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুগাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের শাখা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী গুটিয়া এলাকা সংলগ্ন তুরাগ নদের শাখা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুর রহমান (১৯), সে ময়মনসিংহের ভালুকা উপজেলার এলাকার প্রবাসী আব্দুল্লাহর ছেলে এবং উত্তরা মাইলস্টোন কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছে।
ফায়ার সার্ভিস জানায়, টঙ্গীর গুটিয়া এলাকায় তুরাগ নদের শাখা নদীতে আব্দুর রহমানসহ কয়েকজন মিলে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর স্রোতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
ফায়ার সার্ভিসের ডুবুরি জহির উদ্দিন বলেন, ঘন্টাব্যাপী উদ্ধার অভিযানের পর তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআই/শিরোনাম বিডি