ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টায় এবং গতরাত ৯ টার দিকে এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দেহাটি গ্রামের মাছ ব্যবসায়ী আকবর আলী (৫৫) ও ঝিনাইদহের হরিনাকুন্ডু দখলপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ফরিদপুর মেডিকেল কলেজের এববিবিএস তৃতীয় বর্ষের ছাত্র শাসুজ্জামান দিপু (২১)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, সকালে চুয়াডাঙ্গা থেকে মাছ নিয়ে ঝিনাইদহ শহরে আসার পথে হলিধানী নামক স্থানে গাছের সাথে ধাক্কা লেগে নসিমন উল্টে ঘটনাস্থলেই নিহত হন মাছ ব্যবসায়ী আকবর আলী। এ ঘটনায় নসিমন চালক আহত হন।
অন্য দিকে মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে জেলার হরিনাকুন্ডু শহর থেকে মোটর সাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে ঘূর্ণিঝড় আম্ফানে রাস্তার ওপর হেলে থাকা গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মেডিকেল ছাত্র শামসুজ্জামান দিপু। পরে তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।