ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী (৬০), সিদ্দিক হোসেন (৪০), জলিল রানা (৪৫), সাজ্জাদুর রহমান (৩৫) ও নজরুল ইসলাম (৫০)। এর মধ্যে সিদ্দিক হোসেনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার গ্রামের একটি কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা শুকুর আলী ও যুবদলের সদস্য লিটন হোসেনের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারই জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে কোলা বাজারে শুকুর আলীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক মানিক চন্দ্র গাইন কালের কণ্ঠকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।