পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকান্ডে জড়িত জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বেলা ১১:৩০ মিনিটে, হাইকোর্ট (কদম ফোয়ারা) মোড় সম্মুখে আয়োজিত মানববন্ধনে ভয়াল ঐদিনের কথা মনে করিয়ে দিয়েছেন উপস্থিত বক্তারা। বক্তারা বলেন- ১৫ আগস্টে বর্বরোচিত এই হত্যাকান্ডে সরাসরি খলনায়কের আসল ভুমিকায় রেখেছেন জিয়াউর রহমান। আদালত থেকে বিচার হলেও তিনি ছিলেন মূল পরিকল্পনাকারী যার বিচার হয় নাই। ইতিহাসের নৃশংসতম এ ঘটনার মামলাটি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা হয়েছে। আদেশ দেয়া হয়েছে যা আমরা মেনে নিতে পারি না। এর জন্য মামলাটির পূর্ণ তদন্ত করে জাতির পিতার হত্যার খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবী জানাই।
মানববন্ধন কমসূচিতে আওয়ামীলীগ নেতা ওমর আলীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা হাজী হাফিজ, আতিকুর রহমান স্বপন, যুবলীগ নেতা বাবু ভুইয়া, মোখলেসুর রহমান রোমেল, ছাত্রলীগ নেতা মিরাজ হোসেন, সেচ্ছাসেকলীগ নেতা বশির উদ্দিন সুমন, একতা উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাজেদ ব্যাপারী, হানিফ স্মৃতি সংসদের সভাপতি মোঃ মানিক, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম সহ মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মোঃ কৌশিক আহমেদ সোহেল, মোঃ সাদেক মিঠু, শাহাদাত হোসেন মিকো প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই