
নেত্রকোনা প্রতিনিধি: স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে নেত্রকোনায় জেলা যুবদলের উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় পথকলি বিদ্যালয় মাঠে রবিবার দুপুরে তিন শতাধিক অসহায় শীর্তাতদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতবস্ত্র বিতরণ করেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি।
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিকসহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি শীতবস্ত্র বিতরণ কালে বলেন,এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে জেলা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে শহরের কোর্ট স্টেশান এলাকায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ভিন্নবার্তা ডটকম/এন