যখন ওরা নিক্ষিপ্তি (জাহান্নামে) হবে, তখন তার বিকট গর্জন শুনতে পাবে এবং তা ফুটতে থাকবে। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই ওতে কোনো দল নিক্ষিপ্তি হবে জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে, ‘তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি’? ওরা বলবে, হাঁ অবশ্যই এসেছিল, আমরা ওদের মিথ্যারোপ করে বলেছিলাম, আল্লাহ কিছুই অবর্তীণ করেন নি, তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছ।
এবং ওরা আরও বলবে, ‘যদি তাদের কথা শুনতাম বা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামী হতাম না। ওরা তাদের অপরাধ স্বীকার করবে। অভিশাপ জাহান্নমীদের জন্য! নিশ্চয়ই যারা দৃষ্টির আগোচরে তাদের রবকে ভয় করে চলে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। (সূরা আল-মূলক্ আয়াত ৭ থেকে ১২)