বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) বিশেষ ও অন্যান্য সমবায় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ২০২৩ সালের জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পলওয়েলের চেয়ারম্যান মো. ময়নুল ইসলাম ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ এবং জাতীয় সমবায় পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন।
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- স্লোগানে রাজধানীতে সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ এ পুরস্কার প্রদান করেন।
পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক এবং সম্মাননা পত্র দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এন