দেশে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে কিছু জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এমন কিছু আমার জানা নেই। দু’একটি পত্রিকায় দেখেছি। তবে অনলাইনে এ নিয়ে অনেক গুজব-গুঞ্জন হয়েছে। এসব গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত এটি অবশ্যই গুজব।
তিনি বলেন, সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝেমধ্যেই দেখা করেন, রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। আমি মনে করি, বিচলিত হওয়ার কিছু নেই।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051