দেশে ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীরা কর্মস্থলে ফিরে যাওয়া এবং সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
এসময় বক্তারা বলেন, ‘আমরা বাংলাদেশের নাগরিক। আট-নয় মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে এসেছিলাম, কিন্তু বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে মালয়েশিয়া সরকার লকডাউন আরোপ করে। তারপর থেকে এখন পর্যন্ত আমরা মালয়েশিয়া ফিরে যেতে পারিনি। ইতোমধ্যে অধিকাংশ প্রবাসীর ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। মালয়েশিয়া সরকার তাদের চলমান লকডাউনের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে এবং বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ’
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বর্তমান সরকার প্রবাসীবান্ধব। আমাদের প্রধানমন্ত্রী প্রবাসীদের প্রতি অত্যন্ত যত্নশীল। ইতোপূর্বে প্রবাসীদের জন্য তারা রেমিটেন্সের ওপর প্রণোদনা দিয়েছেন। প্রবাসীদের মরদেহ বিনা খরচে পরিবহন এবং বিদেশে মারা যাওয়া প্রবাসী কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। করোনা ভাইরাসের কারণে চাকরি হারিয়ে দেশে ফিরে আসা এবং যারা ছুটিতে এসে যেতে পারেনি, তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছেন। এসব উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। ’
‘তবে অত্যন্ত দুঃখের বিষয়, প্রধানমন্ত্রী সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বললেও, প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মকর্তারা আমাদের ওপর কঠিন শর্ত আরোপ করেছেন। এ পরিস্থিতিতে দীর্ঘদিন বেকার অবস্থায় দেশে থাকার কারণে আমরা পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে, খেয়ে না খেয়ে মানবেতর জীবন-যাপন করছি। তাই আমরা সরকারের কাছে কিছু দাবি উপস্থাপন করছি। মালয়েশিয়া সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা করে দ্রুত আমাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করা হোক। যতদিন না যেতে পারি মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে আমাদের ভিসার মেয়াদ বাড়ানো, সহজ শর্তে ঋণ দেওয়া এবং প্রবাসীদের কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ