বিশ্বকাপ বাছাইপর্ব উপলক্ষে দল গোছানো শুরু করে দিয়েছে ব্রাজিল। এর মাঝেই এলো দুঃসংবাদ। চোট পেয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী দুই ম্যাচের ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন ইনফর্ম ফিলিপে কুতিনহো। তার জায়গায় তিতের দলে ডাক পেয়েছেন লিওঁ মিডফিল্ডার লুকাস পাকুয়েতা।
বাছাইপর্বের জন্য ৯ নভেম্বর থেকে প্রস্তুতি শুরু করবেন নেইমার-ফিরমিনোরা। গত শনিবার মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে পুরো ৯০ মিনিট খেলেছেন বার্সেলোনা তারকা কুতিনহো। পরের দিন এক বিবৃতিতে ২৮ বছর বয়সী এই ফুটবলারের বাম পায়ের পেশিতে চোটের বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। এই চোট থেকে সেরে উঠতে কতদিন সময় লাগবে সে ব্যাপারে কিছু বলা হয়নি বিবৃতিতে।
এদিকে আজ মঙ্গলবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চিকিৎসক রদ্রিগো লাসমারের বরাত দিয়ে জানানো হয়েছে, বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের ম্যাচের আগে কুতিনহোর সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা নেই। আগামী ১৪ নভেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। ৩ দিন পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নেরা যাবে উরুগুয়ের মাঠে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ