হিমালয় সীমান্তে চীন ও ভারতের মধ্যে চলমান অচলাবস্থা নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেখানে অতি উঁচু অঞ্চলে দুই দেশের সেনা সদস্যরা ক্যাম্প গেড়ে অবস্থান করছে। তারা পরস্পরের বিরুদ্ধে বিতর্কিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগ করছে।
এক টুইট পোস্টে ট্রাম্প বলেন, তাদের ক্রমবর্ধমান সীমান্ত বিরোধ মীমাংসা কিংবা মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র প্রস্তুত। সেই সক্ষমতা ও ইচ্ছার কথা আমরা চীন-ভারতকে অবগত করেছি।
চীনের বেল্ট ও রোড অবকাঠামো প্রকল্পের সঙ্গে পাল্লা দিয়ে ওই অঞ্চলে ভারত সড়ক নির্মাণ শুরু করলে দুদেশের মধ্যে অচলাবস্থার শুরু হয়।
দুই প্রতিবেশী সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। চীনা ট্রাক ওই এলাকায় সরঞ্জাম নিয়ে যাচ্ছে। এতে অচলাবস্থা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। -খবর রয়টার্সের