উত্তরপূর্ব চীনে করোনাভাইরাসের নতুন প্রবাহ শুরু হয়েছে। বিশেষ করে জিলিন প্রদেশের একটি শহরকে অতি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে।
চীনা কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
শুলান নামের ওই শহরটিতে করোনা আক্রান্তের ঝুঁকি মাঝারি থেকে বাড়িয়ে উচ্চতর করা হয়েছে। গত ৭ মে সেখানে এক নারী কোভিড-১৯ রোগে পজিটিভ আসার পরে আক্রান্তের ঝুঁকি নিম্ন থেকে মাঝারি করা হয়েছিল।
শনিবার শহরটিতে নতুন করে ১১ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে সেখানে ভাইরাস নিয়ন্ত্রণে পদক্ষেপ বাড়ানো হয়েছে।
আবাসিক ভবনগুলোতে লকডাউন, অপ্রয়োজনীয় যাতায়াত নিষিদ্ধ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
নতুন আক্রান্তের কারণে চীনের মূল ভূখণ্ডে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৯ থেকে ১৪ জন হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন রোববার এমন তথ্য দিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গত ২৮ এপ্রিলের পর দেশটিতে এটিই সর্বাধিক আক্রান্ত। যাদের মধ্যে হুবেই প্রদেশের রাজধানী উহানেও গত এক মাসের মধ্যে প্রথম কোনো রোগী আক্রান্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার সব অঞ্চলকে নিম্ম-ঝুঁকির বলে ঘোষণা করে চীনা কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়া ও জার্মানিসহ চীনে করোনা নিয়ন্ত্রণে অগ্রগতি দেখা গেলেও ভাইরাসটি নতুন করে সংক্রমণের আতঙ্ক পিছু ছাড়ছে না।
ভিন্নবার্তা/এমএসআই