চাঁদা না দেওয়ায় ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামের ব্রুনাই প্রবাসী মোশারফ হোসেনকে মাথা ফাটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। রোববার রাতে মোশাররফকে ডেকে নিয়ে চাঁদার ৫ লাখ টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করায় লাঠিসোটা দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেয়। আহত মোশারফ হোসেন জানান, দীর্ঘ ১৩ বৎসর তিনি ব্রুনাই ছিলেন। সেখানে থাকাকালীন সময় থেকে তার কাছে টাকা দাবী করে আসছিল সাগান্না গ্রামের মৃত-নেকবার মন্ডলের ছেলে রাজু। গত ২১ মার্চ তিনি দেশে ফিরে আসলে তার কাছে রাজু টাকা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মারধর করে। তিনি আরো জানান, গত ২৬ মার্চ তার এক আত্বীয় এ্যাকসিডেন্ট করলে তাকে দেখতে তিনি তার বাড়িতে যান।
তার দুই নাবালক ছেলে ইমরান ও রাব্বী ছিল বাড়িতে ছিল। সন্ত্রাসী রাজু তাদের ঘরে তালাবদ্ধ করে চাবি নিয়ে চলে যায়। ২৯ মার্চ রাজু তার ট্রাক্টরেরও চাবি নিয়ে যায়। ঐদিন রাতে ৯৯৯ কল করলে কাতলামাড়ি পুলিশ ক্যাম্পের পুলিশ এসে বাড়ী ও গাড়ীর চাবি উদ্ধার করে দিয়ে যায়। এ ঘটনায় রাজু আরো ক্ষিপ্ত হয়। রাজুর সঙ্গে জামাল, মনোয়ার, আলম ও ছাত্তার হামলায় অংশ নেয়। এ বিষয়ে রাজুর সাথে কথা হলে তিনি জানান, ব্রুনাই প্রবাসী মোশারফ হোসেনের আহতের সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি এ ঘটনার সাথে জড়িত নয়।
ভিন্নবার্তা/এমএসআই