[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
চাঁদপুরে প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলায় পানিতে ডুবে দুই কন্যার শিশু মৃত্যু হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব হোসেনপুর গ্রামের যুবরাজ সরকার বাড়ি এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো নন্দনী সরকার (৫), সে ওই এলাকার যুবরাজ সরকার বাড়ির শ্রী কৃষ্ণের ছোট মেয়ে। অপরজন হলো অহনা সরকার (৫), সে শ্রী সঞ্জয় সরকারের মেয়ে
জানা যায়, বাড়িতে রাধা কৃষ্ণের রাধা অষ্টমী অনুষ্ঠানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ওই দুই শিশু খাবার খেয়ে পানিতে প্লেট ধোয়ার জন্য ঘরের পাশ্ববর্তী পুকুর ঘাটে গেলে পা পিছলে পড়ে যায়। কিছুক্ষণ পরে তাদের দেহ পুকুরে ভেসে উঠলে প্রসাদ নিতে আসা প্রতিবেশীর দেখে উদ্ধার করে। তাদেরকে চাঁদপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন।
এমএম/শিরোনাম বিডি