গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কাশিয়ানী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি, বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হান্নান শিকদার মারা গেছেন। (“ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন”)
দূরারোগ্য মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগ ভোগের পর আজ ভোর ৪:১৫ মিনিটে ইহকালের মায়া ত্যাগ করেন বলে দলীয় সূত্র জানা গেছে।
হান্নান শিকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় ফরিদপুর সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।