চরফ্যাশন (ভোলা) :ভোলায় চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জে নিখোঁজের তিনদিন পর মো. আব্দুল খালেক (৪১) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল খালেক চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আজিজ চৌকিদারে ছেলে এবং চরফ্যাশন বাজারের ফার্মেসি ব্যবসায়ী।
(১৯ মার্চ রবিবার) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ১নং ওয়ার্ডের মুন্সিগঞ্জ এলাকার নুরউদ্দিন কাজি বাড়ির পূর্ব পাশের ধানখেত থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী জাকিয়া বেগম পুলিশের উপস্থিতিতে লাশের সাথে থাকা মুঠোফোনে কল দিয়ে স্বামী হিসেবে শনাক্ত করেন তাকে।
মৃত আব্দুল খালেক চরফ্যাশন সদর আলিয়া মাদ্রাসার পিছনে ভাড়া বাসায় থাকতেন। স্থায়ী বসবাস উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডে। মৃত খালেকের ২ ছেলে ও ১মেয়ে রয়েছে। চরফ্যাশন বাজারে কলেজ রোডে তার ফার্মেসি রয়েছে বলে জানান স্ত্রী জাকিয়া।
শশীভূষণ থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ১টায় বাসা থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ১৮ মার্চ শনিবার সন্ধ্যায় নিখোঁজের স্ত্রী জাকিয়া বাদী হয়ে শশীভূষণ থানায় জিডি করেন। জিডি করার ১২ঘন্টা পর ধানক্ষেতে মিলল স্বামীর নিথর দেহ।
পুলিশ জানায়, উদ্ধারের সময় দু’টি মোবাইল ফোন, একটি টর্চলাইটসহ তার সাথে থাকা লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়। যদিও পরিবারের দাবি এত টাকা ও স্মাট মোবাইল ফোন থাকার কথা নয় তার সাথে।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, রোববার সকালে উপজেলার হাজারীগঞ্জ ১নম্বর ওয়ার্ডের ধানক্ষেতে ওই ব্যবসায়ীর লাশ দেখতে পান স্থানীয়রা। সঙ্গীয়ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ছুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার কোনো কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় শশীভূষণ থানায় অজ্ঞাত নামিয় আসামি করে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন