গড়াই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিবেদক

রাজবাড়ীর গড়াই নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পাংশা ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দলের সদস্যরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিকে কালুখালীর সাওরাইল ইউনিয়নের বিকয়া ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আব্দুর রহমান (৬), সে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুর্বণখোলা গ্রামের রুহুল আমিনের ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, ‘বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে নামে শিশু রহমান। পরে নদীর স্রোতে ভেসে যায় শিশুটি। স্থানীয়রা মরদেহটি ভেসে থাকতে দেখে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয় । নিহতের মরদেহ কালুখালী থানা পুলিশের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাংশা ফায়ার সার্ভিসের সাব-অফিসার দেলোয়ার হোসেন বলেন, কালুখালী থানা পুলিশের মাধ্যমে ‘নিহত শিশুর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএম/শিরোনাম বিডি