গ্রেপ্তারের ৩০মিনিটের মাথায় জামিন পেলো সেই বখাটে যুবক রাব্বি মোল্লা। রোববার দুপুরে জামিন পেয়ে আবারো হুমকির মূখে পরে বিএম কলেজের প্রতিবন্ধী পা ভেঙে যাওয়া সেই ছাত্রী রুমা। রোববার সকালে পিরোজপুরের কাউখালী থানার ওসি নজরুল ইসলাম ওই বখাটেকে গ্রেপ্তার করে সদর থেকে।
জানা গেছে, গত ২৭ মার্চ প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার পথে বখাটে রাব্বি বিএম কলেজ ছাত্রী রুমাকে শ্লীলতাহানির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে প্রতিবন্ধী ওই ছাত্রীর পা ভেঙে দেয়। এরপর তার ভাই বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। রোববার সকালে গ্রেপ্তার হলে ৩০মিনিটের মাথায় জামিন পান রাব্বি।
পিরোজপুর আদালত সূত্র জানান, ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের খাস কামরায় এ জামিন মঞ্জুর করা হয়। সেখানে ছিলো না কোন আইনজীবী। ছিল না রাষ্ট্রপক্ষেরও কোনো আইনজীবী। এ ঘটনায় এলাকাবাসী অনেকে ক্ষোভ প্রকাশ করেন।