প্রথমার্ধে একের পর এক আক্রমণ শাণিয়েও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। আক্রমণের ধার বাড়াতে তাই দ্বিতীয়ার্ধের শুরুতেই পাকুয়েটার পরিবর্তে রদ্রিগোকে নামান তিতে। ফ্রেডের পরিবর্তে নামেন ব্রুনো গুইমারেস। খেলার গতি বাড়িয়ে জালের দেখা পেতেও দেরই হয়েনি সেলেসাওদের। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত সেই গোল অফসাইডের কারণে বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।
ভিন্নবার্তা/এমএসআই