গোয়াইনঘাট থেকে কিশোরের মরদেহ উদ্ধার, আটক ১
সিলেট প্রতিনিধি

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলার জাফলং গ্রিনপার্ক সংলগ্ন রাস্তার পাশের একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সাগর বিশ্বাস (১৫), সে নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শান্ত দাশের ছেলে। সে পরিবারের সঙ্গে জাফলং মোহাম্মদপুর এলাকায় থাকতো এবং পাশাপাশি পাথর শ্রমিকের কাজ করতো।
নিহতের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার (২ অক্টোবর) রাতে সজিব নামে তার এক বন্ধুর সঙ্গে ট্রলিতে করে বের হয়। এরপর রাতে আর বাড়িতে ফিরেনি। ট্রলি থেকে পড়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এছাড়া কিশোর সাগরের গাঁজা সেবনের অভ্যাস ছিলো রাতেও সে গাঁজা সেবন করেছিল বলে জানা গেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্য সজিব নামে তার বন্ধুকে আটক করা হয়েছে।
এমআই/শিরোনাম বিডি