গোপালগঞ্জের মুকসুদপুর থানার ৩ পুলিশ সদস্যসহ আরো ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গোপালগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।
সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ।
সিভিল সার্জন বলেন, দু’দিন আগে মানিকগঞ্জ থেকে আসা গোপালগঞ্জ মুকসুদপুর থানার এক কনেস্টবল করোনা ভাইরাসেআক্রান্ত হলে ওই থানার ওসি সহ সবাইকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষা করা হয়। এরপর আজ ৩ জন পুলিশ সদস্যর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা সদর থেকে আসা ৩ জন গার্মেন্টস কর্মীর শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ভিন্নবার্তা/এসএস