গনধর্ষণের ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের আহমেদাবাদে। সেখানে ২১ বছর বয়সী এক তরুণীকে পাঁচজন মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে একজন ট্রাফিক রোড ব্রিগেড (টিআরবি) জওয়ান।
গত ১৫ আগস্ট রাতে ঘটনাটি ঘটেছে। মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় মানসিকভাবে অসুস্থ ওই তরুণী লম্পটদের কবলে পড়ে।
অভিযোগে বলা হয়েছে, মানসিকভাবে অসুস্থ ওই তরুণী রিকশায় চড়ে তার মায়ের কাছে যাচ্ছিল। লম্পটদের একজন ওই তরুণীকে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে যায়।
ওই ব্যক্তির লাম্পট্যের পর আরো চারজনের বর্বরতা সহ্য করতে হয়েছে তরুণীকে। পরে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
গত ১৭ আগস্ট তিনজনকে আটক করেছে পুলিশ। পরে আরো দু’জনকে আটক করা হয়। তিন বছরে ধরে আহমেদাবাদ পুলিশে কর্মরত অভিযুক্ত জওয়ানকে আটকের পর বরখাস্ত করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ