গাজীপুরে অভিযান চালিয়ে ৩০ টন পলিথিন ব্যাগ জব্দ, আটক ৪
জেলা প্রতিনিধি

গাজীপুরে অভিযান চালিয়ে প্রায় ৩০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ও মো. মাকছুদুল ইসলাম। এসময় এসময় চারজনকে আটক করে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটকরা হলেন- জুয়েল রানা (২২), জাকির হোসেন (২৫), কবির উদ্দিন (৩০) ও সফিনা বেগম (৪৮)।
জানা গেছে, টঙ্গী বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় টঙ্গী বাজারে পলিথিনভর্তি একটি পিকআপ জব্দ এবং পাঁচটি গুদাম থেকে প্রায় ৩০ টন পলিথিন জব্দ করা হয়। জব্দ পলিথিনের বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।
অভিযানকালে উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক আসাদুল কিবরিয়া (সদর দপ্তর), শেখ মোজাহিদ, আব্দুল রাজ্জাক ও দিলরুবা আক্তার। এছাড়া র্যাব ও জিএমপি পুলিশ অভিযানে সহযোগিতা করে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএম/শিরোনাম বিডি