মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
গফরগাঁও উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)সহকারী কমিশনার (ভূমি)কাবেরী রায়।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,উপজেলা যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান আহাম্মেদ,সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী,সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আফতাব উদ্দিন টিটো।অনুষ্ঠান শেষে প্রশিক্ষন প্রাপ্ত যুব ও যুবতির মাঝে সনদ ও কম্পিউটার প্রকল্পের জন্য ঋণ বিতরণ করা হয়।
ভিন্নবার্তা/এসআর