গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হোটেল ও খাবার দোকান কর্মজীবিদের পরিস্কার পরিছন্নতা,পরিছন্ন খাবার পরিবেশনের গুরুত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি),স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনানল কো-অপারেশন এজেন্সি(জাইকা)সহযোগিতায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আজ মঙ্গলবার সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাইন উদ্দিন খান,ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আতিকুর রহমান,গফরগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের উপসহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম,গফরগাঁও ইউডিএফ(ইউজিডিপি)জাইকা কর্মকর্তা মোঃ মনির উদ্দিন,স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস,প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল হক,স্বাস্থ্য সহকারি শাহাব উদ্দিন প্রমূখ।দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার গফরগাঁও এবং পাগলা থানার প্রায় শতাধিক হোটেল ও খাবার দোকান মালিক এবং কর্মজীবিরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন