গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।আজ রোববার মুখী পল্লী সেবা উচ্চ বিদ্যালয়ে ১০দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ-পরিচালক আব্দুল আউয়াল। উপজেলা আনসার বিটিভি কর্মকর্তা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা কমান্ডান্ট মো:রবিউল আলম,মুখী পল্লী সেবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও প্রশিক্ষক কানিজ ফাতেমা। দশ দিন ব্যাপী প্রশিক্ষণে ৬৪নারী পুরুষ অংশ গ্রহন করে।
ভিন্নবার্তা ডটকম/এন