গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত পাগলা থানা।জনগনের জানমালের নিরাপত্তার পাশাপাশি অফিসার ইনচার্জ মো.রাশেদুজ্জামান পুলিশ সদস্যদের সহযোগিতায় থানা ক্যাম্পাসের ভেতরে গড়ে তোলেছেন সবজি ও মৎস্য চাষ।
ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চত করতে থানা ক্যাম্পাসের ভেতরে ব্যতিক্রম উদ্যোগ গ্রহনের জন্য জেলা পুলিশ থেকে সন্মাননা পেয়েছেন পাগলা থানা পুলিশ।ময়মনসিংহ জেলা পুলিশের কল্যাণ সভায় পাগলা থানার ওসি মো:রাশেদুজ্জামানের হাতে সন্মাননা স্বারক তুলে দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা)।এবিষয়ে ওসি মো:রাশেদুজ্জামান বলেন,ভূমির সর্বোত্তম ব্যবহার করতে পুলিশ সদস্যদের সহযোগিতায় এ ধরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে।এতে পুলিশ সদস্যদের পুষ্টির চাহিদাও পুরণ হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন