গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়,বৃষ্টিতে কাঁচা ঘর বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ে গত ৩১ মার্চ শুক্রবার রাতে চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর গাইনপাড়া কাঁচা ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয় কৃষকরা জানান,ঝড় বৃষ্টিতে ঐ এলাকার উঠতি বোরো ধানসহ, করল্লা,মরিচ, শশা ক্ষেত, কলার বাগান, লাউ ক্ষেত, ভুট্টা ক্ষেত, কুমড়াসহ সবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের দরিদ্র কৃষক জসিম উদ্দিন খাঁসহ অনেক কৃষকের ভুট্টা ক্ষেত মাটির সঙ্গে মিশে গেছে। উপজেলা কৃষি অফিস জানান, ঝড় ও বৃষ্টির কারণে বোরো ধান, শাক সবজিসহ বিভিন্ন উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পেতে একটু সময় লাগবে।
ভিন্নবার্তা ডটকম/এন