ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেছেন, খেলাধুলা শিক্ষার্থীদের মননশীলতাকে মজবুত করে। অলস মস্তিস্ককে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই মোবাইলের অপব্যবহার রোধ করে শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরতে হবে। তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষাার্থীরা আজ মোবাইল জ্বরে আক্রান্ত। গ্রামীন খেলাধুলা নেই বল্লেই চলে। এ অবস্থায় গ্রামে গ্রামে ফুটবল, ভলিবল ও ক্রিকেট খেলার আয়োজন করতে হবে।
হিজল গতকাল হরিণাকুন্ডু উপজেলা পারমথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্কুল সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক লাবনী পারভিন, স্থানীয় চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, পাগলাকানাইয়ের চেয়ারম্যান আবু সাইদ বিশ্বাস, হরিণাকুন্ডু শিক্ষা অফিসার আব্দুল বারী, বাবু জোয়ারদার, সমীর কুমার বিশ্বাস, ফজলুর রহমান মালিতা, রবি বিশ্বাস, রাশিদুল ইসলাম, সাইদুর রহমান ও সাবেক প্রধান শিক্ষক আশরাফুজ্জামান।
ভিন্নবার্তা/এমএসআই