রাজধানীর খিলগাঁওয়ের নাসিরাবাদ টেকপাড়ার বাসা থেকে সুমাইয়া তাসমিন সুরমা (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
সুমাইয়া তাসমিন সুরমা খিলগাঁও ত্রিমোহনী নাদিরাবাদ টেকপাড়ার মোহাম্মদ আলীর মেয়ে এবং তিতুমীর কলেজের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) সোনিয়া আক্তার।
তিনি জানান, খবর পেয়ে বাসা থেকে সুমাইয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে কোন বর্ষের শিক্ষার্থী ছিলেন সেটা জানা যায়নি।
সোনিয়া আক্তার আরও জানান, নিহত সুমাইয়ার আগে একটি বিয়ে হয়েছিল। এরপর তার ডিভোর্স হয়। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, পরিবারের পক্ষ থেকে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
ভিন্নবার্তা ডটকম/এন