কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছে। আহতরা সবাই সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মী বলে জানা গেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ভর্তিচ্ছুদের সহায়তা করার সময় কলেজ চত্বরে তাদের এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোহেল মৃধা, এনামুল, খোরশেদ, আল-আমিন ও ফোরকান। এর মধ্যে সোহেল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদের তিতুমীর কলেজ ইউনিটের যুগ্ম আহ্বায়ক, অন্যরা পরিষদের কর্মী।
আহত সোহেলের অভিযোগ, কলেজের সামনে ভর্তি প্রার্থীদের সহায়তা করার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
এ দিকে ঘটনার বিষয়টি অস্বীকার করে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রিপন মিয়া বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার বিষয়ে আজ কোনো কর্মসূচি ছিল না। আমি বর্তমানে আমার গ্রামের বাড়িতে নরসিংদীতে অবস্থান করছি। আমাদের সাধারণ সম্পাদকও সেখানে যাননি।’ ছাত্রলীগের কেউ কোনোভাবেই এ ঘটনায় জড়িত নন বলেও জানান তিনি।
এনআই/শিরোনাম বিডি