করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকার দেশ কেনিয়ার নাইরোবিতে এক বাংলাদেশি মারা গেছেন। শনিবার সেখানকার একটি হাসপাতালে মারা যান তিনি।
নাইরোবিতে তাবলিগ জামাতের সদস্য হিসেবে সফরে ছিলেন ৬৫ বছর বয়সের এই বাংলাদেশি নাগরিক।
রোববার নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, মার্চের শেষে ওই বাংলাদেশির দেশে ফেরার কথা ছিল।
পরিবারের অনুমতিক্রমে নাইরোবিতেই তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।