কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো আবদুল মুঈদ ও তার কৃষিবিদ মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার রাতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের (এটিআই) মূখ্য প্রশিক্ষক কৃষিবিদ নুরুল আমিন পাটোয়ারি জ্বর শাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার করোনাভাইরাস পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে বিবৃতিতে।