কুমিল্লায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রকি চন্দ্র সিংহ নিহত হয়েছেন। মঙ্গলবার (০৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে কুমিল্লা-সিলেট সড়কের শরীফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকি চন্দ্র সিংহ চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত সাধন চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শরীফপুর ইউনুস মুড়ির মিল এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রকি চন্দ্র সিংহ গুরুতর আহত হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক রাফি আহত হয়েছেন। তবে তার খোঁজ পাচ্ছে না পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুটি জব্দ করেছি। পুলিশ কর্মকর্তা রকি মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন। তার মাথায় হেলমেট থাকলেও সেটি ভেঙে গেছে। তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন